মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে ৫১ তম বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৬ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় ইমামবাড়ী সংলগ্ন খেলার মাঠে সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশের মধ্যে প্রীতি এ খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও খেলা উদ্বোধন করেন মধুখালী পৌর কাউন্সিলর মির্জা আবু জাফর। বিশেষ অতিথি হিসাবে ছিলেন গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নাসির আহম্মেদ জনি,মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক শাহজাহান হেলাল, মধুখালী উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান প্রমূখ। ১২ ওভারের খেলায় জুনিয়র একাদশ সিনিয়র একাদশকে ১১ রানে পরাজিত করে জয়লাভ করে।