মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
বুধবার দুপুরে ফরিদপুরের মধুখালী রিপোর্টার্স ইউনিটির ডিসেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর সদরের মধুখালী রেলগেটস্থ কালাম ম্যানসনের দ্বিতীয় তলায় অবস্থিত রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহ. মিজানুর রহমান সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসভাপতি শাহ কুতুবুজ্জামান, সাংগাঠনিক সম্পাদক মো. সহিদুল ইসলাম, প্রচার সম্পাদক এনামুল খন্দকার, নাজমুল হোসেন প্রমুখ। মাসিক সভায় উপস্থিত ছিলেন অসীম কুমার, উত্তম বকশী, দেলোয়ার হোসেন, আরিফ ইসলাম, ইনামুল হাসান রানা, মিলন মোল্যা, আব্দুল শেখ।
মাসিক সভায় সংগঠনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গ্রামাঞ্চলের সংবাদকে বেশি করে সংবাদপত্রে তুলে ধরার জন্য সকলকে কাজ করার সিদ্ধান্ত গৃহিত হয়।