1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন

উপেক্ষিত স্বাস্থ্য বিধি ঢাকা-খুলনা মহাসড়কে পোশাক শ্রমিকদের ঢল

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩১৪ Time View

নিজস্ব প্রতিনিধি :
১ আগস্ট রোববার খুলছে শিল্প কলকারখানা। এ খবরে কর্মস্থলে ফিরতে শনিবার ভোর থেকে মহাসড়কে শ্রমিকদের ঢল নেমেছে। ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নারী-পুরুষ শ্রমিকদের ঢল দেখা গেছে। গণপরিবহন বন্ধ থাকায় খোলা ট্রাক, পিকআপ, প্রাইভেট কার, সিএনজি, মাহেন্দ্র, আটো ও মোটরসাইকেলযোগে গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছে তারা। এতে করে গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া। কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি।

শনিবার (৩১ জুলাই) সকাল থেকেই ঢাকা-খুলনা মহাসড়কে কর্মস্থলে ফেরা শ্রমিকদের আনাগোনা বাড়তে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষের ভিড় বাড়তে থাকে।

ঢাকা-খুলনা সড়কের মধুখালী উপজেলা বাজার বাস্টান্ড, পাট বাজার মোড়, রেলগেট বাস্টান্ড, কামারখালী, বাগাট, মাঝকান্দি এলাকায় যাত্রীদের ব্যাপক ভিড় রয়েছে। যে যেভাবে পারছেন ঢাকামুখী হচ্ছেন। পায়ে হেঁটেও যত দুর পারছে যাচ্ছে লোকজন। পুলিশের তেমন কোন তৎপরতা দেখা যায়নি সড়কটিতে।

মধুখালী পাট বাজার এলাকায় কথা হয় কয়েকজন গার্মেন্টস কর্মীর সঙ্গে। তারা জানান, কাল থেকে গার্মেন্টস খোলা। কাজে যোগ না দিলে চাকরি থাকবে না। প্রাইভেট কার, সিএনজি, মাহেন্দ্র, অটো, মাইক্রোবাসে কয়েকগুণ বেশি ভাড়া। তাই ট্রাকেই যাচ্ছি। চাকরি রক্ষার্থে যে কোন ভাবে রোববার ৮টার মধ্যে কাজে যোগ দিতে হবে। যেভাবে পারি যেতেই হবে।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মামুন শাহ্ জানান, সরকারি নির্দেশনা মোতাবেক আমরা বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বাসিয়েছি এধরনের যাত্রী বহনে আমরা গাড়ি তামিয়ে যাত্রী নামিয়ে দিচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category