1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

সিরিয়া থেকে ছোড়া রকেটে তুরস্কে নিহত ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২৬৩ Time View

নববার্তা ডেস্ক :

তুরস্কে রকেট হামলায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিরিয়া থেকে এই রকেট ছোড়া হয়েছে। রকেট সীমান্তে অবস্থিত তুরস্কের কারকামিস জেলায় পড়ে। আল জাজিরার খবরে বলা হয়েছে, সম্প্রতি তুরস্ক সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করে। এরপর তুরস্কে রকেট হামলার এই ঘটনা ঘটল।

তুরস্কের আঞ্চলিক গভর্নর জানান, সোমবার পাঁচটি রকেট ছোড়া হয়। এই রকেটের মধ্যে একটি রকেট স্কুলে আঘাত হানে যাতে ৬ জন আহত হয়। এরমধ্যে দুইজন গুরুতর আহত হয়। এর আগে রবিবার সিরিয়া থেকে ছোড়া রকেটে তুরস্কের পুলিশের ৬ সদস্য এবং ২ সেনা আহত হন।

সিরিয়ার উত্তর অঞ্চল থেকে কুর্দি যোদ্ধারা রকেট ছুড়ছে বলে অভিযোগ আঙ্কারার। সম্প্রতি তুর্কি বিমানবাহিনী কুর্দিস পিপলস প্রটেকশন ইউনিটগুলো লক্ষ্য করে হামলা শুরু করার পর তাদের পক্ষ থেকে পাল্টা রকেট হামলা হচ্ছে।

 

সম্প্রতি তুরস্কে একটি বোমা হামলায় ৬ জন নিহত হন। এই হামলার জেরে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করে তুরস্ক। যদিও পিকেকে তুরস্কে বোমা হামলার দায় প্রত্যাখান করেছে। সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category