1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল ইকুয়েডর

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২৮৯ Time View

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠেছে কাতার ফুটবল বিশ্বকাপের। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ এর ২২তম আসরের প্রথম ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে নামে ইকুয়েডর।

‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিকদের রীতিমত পাত্তায় দেয়নি লাতিন আমেরিকার দেশটি। ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ভূমিকায় গতিময় ফুটবল খেলতে থাকে এনার ভ্যালেন্সিয়ার দল। প্রথমার্ধে এই ফরোয়ার্ডের দেওয়া জোড়া গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। কাতারকে তাদের ঘরের মাঠে ২-০ গোলে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল ইকুয়েডর।

রোববার কাতারের দোহার আল বাইত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় উদ্বোধনী ম্যাচে আয়োজক কাতারের মুখোমুখি হয় ইকুয়েডর। এই ম্যাচের মধ্য দিয়ে অভিষেক হল ফিফা বিশ্বকাপের ২২তম আসরের। উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে জিতেছে ইকুয়েডর।

মরুর বুকে আয়োজিত বিশ্বকাপে প্রথম গোল করেন ইকুয়েডরের তারকা ফরোয়ার্ড ইনার ভ্যালেন্সিয়া। ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে দলকে এগিয়ে নেন তিনি। গোল মুখে তাকে কাতারের গোলরক্ষক সাদ আল সাঈব ফাউল করেন। হলুদ কার্ডও দেখেন। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম আসরের প্রথম গোলটি হলো পেনাল্টি থেকে।

ম্যাচের দ্বিতীয় গোলটি আসে ৩১ মিনিটে। হেডে গোল দিয়ে জোড়া গোল পূর্ণ করেন ভ্যালেন্সিয়া। ২-০ লিড নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে ইকুয়েডর।

তবে ম্যাচের ৩ মিনিটের শুরুতেই কাতারের জালে গোল দিয়েছিল ইকুয়েডর। কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি শেষ পর্যন্ত বাতিল হয়।

ফিফা র‍্যাংকিংয়ে দুই দলের ব্যবধান খুব বেশি নয়। কাতারের চেয়ে মাত্র ছয় ধাপ এগিয়ে ৪৪ নম্বরে অবস্থান ইকুয়েডরের। তবে মাঠের খেলায় এশিয়ান চ্যাম্পিয়নদের পাত্তায় দেয়নি লাতিনের দল ইকুয়েডর।

প্রথমার্ধ যেখানে শেষ করেছিল দ্বিতীয়ার্ধের শুরুটাও সেখান থেকেই করে ইকুয়েডর। দারুণ পাসিং ফুটবলে কাতারকে সাধারণ ফুটবল খেলতে দেয়নি তারা। গোটা ম্যাচের ৫৩ শতাংশ বল দখলে রেখে মোট ৬টি শট নেয় ইকুয়েডর যার মধ্যে তিনটিই ছিল লক্ষ্যে। বিপরীতে ৫টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি কাতার।

বিরতির বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে দারুণ একটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কাতার। ডান দিক থেকে আসা সতীর্থের ক্রসে মাথা ছোঁয়ালেও যথেষ্ট জোর দিতে পারেননি। বল তার মাথা ছুঁয়ে চলে যায় বাইরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category