ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন সঠিকভাবে সম্ভব হচ্ছে না বলে কমিশন নিজেই স্বীকার করেছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, এর আগে নির্বাচন নিয়ে আমরা যে কথা বলেছি তা সত্য প্রমাণিত হয়েছে। অন্ততপক্ষে ইভিএমের ক্ষেত্রে প্রমাণিত হয়েছে। একদিনের সফরে রংপুরে এসে মঙ্গলবার দুপুরে নগরীর পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, প্রেসিডিয়াম সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে যেসব নির্বাচন অনুষ্ঠিত হবে তার সবগুলোতে আমরা অংশ নেবো। এর অর্থ নির্বাচনে যেসব অনিয়ম হয় তা প্রত্যক্ষভাবে দেখার জন্য অংশ নিচ্ছি। ভবিষ্যতে সরকারের পক্ষে বিপক্ষে কথা বলতে গেলে এসব বিষয় প্রমাণস্বরূপ তুলে ধরতে পারবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোট গঠনের বিষয়ে জিএম কাদের বলেন, আমরা কারও সঙ্গে জোট করবো কি করবো না তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের কাছাকাছি সময়ে এসে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছি। সেভাবে প্রার্থী নির্বাচন করা হচ্ছে। বিকেলে রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন জিএম কাদের।