1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

বোয়ালমারীতে সংঘর্ষের ঘটনায় হত্যা মামলার বাদির পক্ষের ৬৯ জনকে আসামি করে লুটপাটের মামলা করেছেন প্রতিপক্ষ, গ্রেফতার ৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৫৪ Time View

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কৃষক শহীদ শেখ (৪৭) নিহত হয়। নিহতের ঘটনায় সোমবার (২৬ জুলাই) নিহতের মামাতো ভাই পরমেশ্বদী গ্রামের মান্নান শেখ বাদি হয়ে পরমেশ্বদী ইউনিয়ন আ’লীগের শিক্ষা ও মানবসম্পাদ বিষয়ক সম্পাদক আ. মান্নান মাতুব্বরকে প্রধান আসামি করে ২৯ জনের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন। অপরদিকে সংঘর্ষের ঘটনায় সোমবার রাতে (২৬ জুলাই) বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ এনে হত্যা মামলার প্রধান আসামি আ’ মান্নান মাতুব্বরের ভাতিজা হত্যা মামলার ৬নং আসামি শাহীন মাতুব্বরের স্ত্রী মালা চৌধুরী বাদি হয়ে পরমেশ্বদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সদস্য নুরুল আলম মিনা মুকুলকে ১নং আসামি করে অজ্ঞাতনামা তিন শতাধিকসহ ৬৯ জনের নাম উল্লেখপূর্বক বোয়ালমারী থানায় মামলা করেছেন। এ মামলায় পুলিশ চারজনকে গ্রেফতার করে মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। মামলায় ২নং আসামি করা হয়েছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. মাসুদ শেখকে।
এজাহারে উল্লেখ করা হয়, স্থানীয় দলাদলির জের ধরে আসামিদের সাথে মামলার বাদির স্বামী শাহীন মাতুব্বর ও তার বংশীয় এবং পক্ষীয় লোকজনদের সাথে বিরোধ চলছিল। উক্ত বিরোধের জের ধরে পরমেশ্বরদী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মাসুদ শেখের নেতৃত্বে আসামিরা গত ২৩ জুলাই দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের লিটন বিশ্বাস, বাবলু বিশ্বাস, মনির বিশ্বাসের বাড়িসহ ২৩টির অধিক ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে। এ সময় মাসুদ শেখ, সিদ্দিক শেখ, আওয়াল শেখ বাদির স্বামীকে মারধর করে। ভাংচুর ও লুটপাটে অংশগ্রহণকারীরা ওই সব বাড়ি থেকে প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ লাখ টাকা, আনুমানিক ৩০ লাখ টাকার গবাদিপশু, ১০ লাখ টাকার ফসলাদি এবং ৩৫ লাখ টাকার মালামাল লুট করে বলে বাদি এজাহারে উল্লেখ করেন। তিনি আরো উল্লেখ ভাংচুর করে ২০ লক্ষ টাকার ক্ষতি সাধান করেন আসামিরা।
ভাংচুর ও লুটপাটের ঘটনায় পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের শাহীন মাতুব্বরের স্ত্রী মালা চৌধুরী বাদি হয়ে সোমবার এজাহারনামীয় ৬৯ জনসহ অজ্ঞাত ৩০০/৩৫০ জনকে আসামি করে বোয়ালমারী থানায় মামলা করেন। মামলা নং ১৫।
পরমেশ্বদী গ্রামের খাদিজা আক্তার নামে এক গৃহবধূ জানান, পরমেশ্বরদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. মাসুদ শেখ ঢাকায় অবস্থান করেন। তিনি রাজনৈতিক উচ্চাভিলাষে এলাকায় তার প্রতিপক্ষের লোকেদের উপর নানান অজুহাতে প্রায় আক্রমণ, ভয়ভীতি প্রদর্শন এবং লুটপাট করে থাকেন। তিনি আরো জানান,মাসুদ ঘটনার দিন ফোন করে পার্শ্ববর্তী সালথা উপজেলার খাড়দিয়া গ্রাম থেকে লাঠিয়াল বাহিনী এনে আমাদের বাড়িঘর লুটপাট এবং ভাংচুর করিয়েছেন।
উল্লেখ্য, গত ২৩ জুলাই উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের কোপে পরমেশ্বরদী গ্রামের ফকির পাড়ার আ. রাজ্জাক ফকিরের ছেলে শহীদ ফকির (৪৭) নামের এক কৃষক নিহত হন।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, মামলায় অভিযুক্ত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category