বাংলাদেশের হয়ে লড়াই করে গেলেন কেবল সাকিব আল হাসান ও লিটন দাস। তাদের দারুণ ইনিংসে ভালো সংগ্রহও পায় টাইগাররা।
রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে বাবর-রিজওয়ান গড়েন শতরানের জুটি। এরপর ব্রেকথ্রু আসলেও বাংলাদেশের বাজে ফিল্ডিং ও নওয়াজের শেষের ক্যামিওতে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
বৃহস্পতিবার ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় পাকিস্তান। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসান ও লিটন দাসের দারুণ ইনিংসে ১৭৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে বাবর-রিজওয়ানের শুরুর ইনিংসের পর নওয়াজের শেষের ঝড়ে ১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান।