ময়মনসিংহ প্রতিনিধি :
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , জনগণ চূড়ান্ত আন্দোলনের দ্বারপ্রান্তে । দমন নিপিড়ন চালিয়ে সরকার এই আন্দোলন ব্যার্থ করতে পারবে না।
তিনি আজ দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা ও সাত ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন এর সভাপতিত্বে অনুস্ঠিত মতবিনিময় সভায় ইউনিয়ন ভিত্তিক মনিটরিং টিমের সদস্যগণ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের সভাপতি,সভাপতি,সাধার সম্পাদকগণ উপস্থিত ছিলেন ।
মতবিনিময় সভায় তিনি সরকার সৃস্ট জনদুর্ভোগের বিরুদ্ধে ইউনিয়ন ,ওয়ার্ড পর্যায়ে বিক্ষোভ সফল করার জন্য নেতাকর্মী ও জনসাধারণের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন,গ্রাম শহরে আন্দোলন সংগ্রামে জনগণের ব্যাপক অংশগ্রহণ দেখে সরকার বেসামাল আচরণ করছে ।তিনি ১৫ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করতে সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, বিভাগীয় গণসমাবেশ চূড়ান্ত আন্দোলনের টার্নিং পয়েন্ট।
সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজল,আনিসুর রহমান মানিক, ফরহাদ রাব্বানী সুমন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, উপজেলা বিএনপির সহ সভাপতি আজহারুল হক, হাবিবুর হবিব ,ওয়াহেদ তালুকদার, সোলায়মান সরকার,যুগ্ম সম্পাদক আবদুল কুদ্দুছ প্রমুখ বক্তব্য রাখেন।