মো. সহিদুল ইসলাম :
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজার ব্যবসায়ীদের আয়োজনে আনন্দমুখর পরিবেশে টিম লিডার মোহাম্মাদ আলী ও রাফী’র কাপড় ব্যবসায়ী বনাম টিম লিডার বরকত ও আহাদ মাছ ব্যবসায়ীদের মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাটি উদ্বোধন করেন কামারখালী বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল। বৃহস্পতিবার বিকেলে আড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় অংশ নেয় কাপড় ব্যবসায়ী বনাম মাছ ব্যবসায়ী। খেলাটি নির্ধারিত সময়ের মধ্যে ২-২ গোলে ড্র হয়। খেলায় রেফরীর দায়িত্বে ছিলেন বাজার বণিক সমিতির সহঃ সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু। খেলায় ধারা ভাষ্য বিবরনীতে ছিলেন দেলোয়ার হোসেন দিলু ও এস বি বাহার। খেলা উপভোগ করার সময় উপস্থিত ছিলেন বিশিস্ট ব্যবসায়ী হাজী রমজান, আবু বক্কার কটু, সেলিম রেজা, ওসমান গনি, রফিক, তোফায়েল হোসেন দুলাল, নাসির কাজী, সবুর , সুরুজ, সফিক, দীপক কুমার, ত্রিনাথ পাল, শরিফুল ইসলাম, সেলিম মিয়া, রাজুু, রাজিব প্রমুখ। খেলাটি দেখায় ও উপভোগ করায় মাঠ কানায় কানায় দর্শকে ভরপুর ছিল । পরিশেষে কমিটির সিদ্বান্তে খেলাটি আবার ফাইনাল খেলা অনুষ্টিত হবে।