1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন

বন্যার্তদের মুখে হাসি ফেরাতে শিরোপা জিততে চান শাদাব খান

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৩ Time View

নববার্তা ক্রীড়া ডেস্ক :

পাকিস্তানে চলছে ভয়াবহ বন্যা। দেশটির প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চল ডুবে আছে বন্যার পানিতে। মানবিক বিপর্যয় আর অবকাঠামোর ক্ষয়ক্ষতি মিলিয়ে পাকিস্তান এখন কঠিন সময় পার করছে।

এমন সময়ে আজ দুবাইয়ে এশিয়া কাপের ফাইনাল খেলতে নামছে পাকিস্তান ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে দেশে থাকা বানভাসি মানুষদের স্মরণ করছে বাবর আজম-শাদাব খানদের দল।

সহ-অধিনায়ক শাদাব বলেছেন, বন্যাদুর্গত মানুষের মুখে হাসি ফোটাতে এশিয়া কাপ জিততে চান তাঁরা। পাকিস্তান দল ফাইনালে জায়গা করে সুপার ফোর পর্বে ভারত ও আফগানিস্তানকে হারিয়ে। এর মধ্যে আফগানিস্তানকে ১ উইকেটে হারানোর ম্যাচটিতে ম্যাচসেরা ছিলেন শাদাব।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় ডানহাতি এ অলরাউন্ডার বলেন, ‘নজিরবিহীন আবহাওয়া পরিস্থিতির জেরে পাকিস্তানের এক-তৃতীয়াংশ এখন পানির নিচে। জলবায়ুসৃষ্ট এই বিপর্যয়ের সময় আমরা প্রিয় মাতৃভূমি থেকে দূরে, যা আরও বেদনাদায়ক। বন্যাদুর্গত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য টুর্নামেন্টটি আমরা জিততে চাই।’

পাকিস্তানের এশিয়া কাপ মিশন শুরু হয়েছিল গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। সেদিন রোহিত শর্মাদের কাছে ৫ উইকেটে হেরে গিয়েছিল পাকিস্তান। তবে পরের ম্যাচে হংকংকে হারিয়ে সেরা চারে জায়গা করে নেয় তারা। এ পর্বে প্রথম ম্যাচেই প্রতিশোধ নেয় ভারতের বিপক্ষে, জেতে ৫ উইকেটে। পরের ম্যাচে আফগানদের হারিয়ে নিশ্চিত করে ফাইনালও।

টুর্নামেন্টজুড়ে একাধিকবার ঘুরে দাঁড়ানোর পথে যাঁরা অবদান রেখেছেন, শিরোপানির্ধারণী ম্যাচের আগে তাঁদের ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের সহ-অধিনায়ক, ‘প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যাওয়ার পরও আমরা আত্মবিশ্বাসী ছিলাম, ঘুরে দাঁড়াতে পারব। তারপর আমরা ঠিকই ঘুরে দাঁড়িয়েছি। হংকংয়ের বিপক্ষে খুবই ভালো খেলেছিল রিজওয়ান (৫৭ বলে ৭৮* রান)। এরপর অসাধারণ বোলিং আমাদের আরও আত্মপ্রত্যয়ী করে তোলে।’

সুপার ফোরে তো পাকিস্তান বলতে গেলে ছিল অপ্রতিরোধ্য। সেই বিষয়ে শাদাবের কথা, ‘সুপার ফোরে ভারতের বিপক্ষে দারুণ অলরাউন্ড দক্ষতা দেখিয়েছে নওয়াজ (১ উইকেট ও ২০ বলে ৪২ রান)। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচসেরার পুরস্কার যদিও আমি পেয়েছি, কিন্তু নাসিম শাহর সেই দুটি ছয় আজীবন মনে থাকবে।’

শাদাবের মতে, ফাইনালে শিরোপা জিততে হলে চাপের মুহূর্তগুলো জয় করতে হবে, ‘আমরা ভালো দল। কিন্তু চ্যাম্পিয়ন দল চাপ ভালোভাবে সামাল দিতে পারে এবং দরকারি মুহূর্তগুলো জিতে ম্যাচ নিজের দিকে নিয়ে যেতে পারে। আর ফাইনালে এটিই আমাদের লক্ষ্য।’

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান–শ্রীলঙ্কা ফাইনাল শুরু হবে রাত আটটায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category