বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়নের জয়পাশা সৈয়দ ফজলুল হক একাডেমীতে স্কুলে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে স্কুটি পরিদর্শন করেছে। চুরির ঘটনায় সোমবার (১৯ জুলাই) দুপুরে ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় স্কুলের চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্কুলের প্রধান শিক্ষক বিভাষ চন্দ্র অধিকারী জানান, শনিবার (১৭ জুলাই) রাতে স্কুলের শ্রেণী কক্ষ ও অফিস কক্ষের তালা ভেঙ্গে ২৪ টি ফ্যান, একটি গ্যাসের চুলা, একটি গ্যাসের স্যালেন্ডার, দুইটি ল্যাপট্যাপ, ২টি প্রিন্টার, একটি মোটর চুরি করে নিয়ে যায়। রবিবার সকালে স্কুলের দপ্তরি সৈয়দ দেলোয়ার হোসেন স্কুলে এসে সকল কক্ষর তালা ভাঙ্গা দেখে আমাকে খবর দিলে আমি স্কুলে এসে তালা ভাঙ্গা দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ এসে দেখে যায়। তিনি আরো বলেন, স্কুলের নৌশপ্রহরী হাসান শেখের কাছে জানতে চাইলে হাসান শেখ বলে সে সারা রাত স্কুলে ছিল ভোরে বাড়িতে গেছে। সে স্কুলে কাউকে দেখে নাই।
সরজমিন তদন্ত কর্মকর্তা ডহরনগর তদন্ত কেন্দ্রের এস আই তোতা বলেন, আমরা খবর পেয়ে স্কুলে গিয়ে দেখি। পরে কি করছে তা আমাদের জানায়নি।