মো. সহিদুল ইসলাম,কামারখালী প্রতিনিধি ঃ
বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া সমিতি মধুখালী উপজেলা শাখার আয়োজনে কামারখালী উচ্চ বিদ্যালয় মাঠে মধুখালী উপজেলার ৪৯তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কামারখালী উচ্চ বিদ্যালয় মাঠে (কামারখালী ভেন্যুতে-) ৬টি স্কুল গ্রীস্মকালীন ফুটবল খেলায় অংশ গ্রহন করে এরা হলোঃ ডুমাইন ইউনিয়ন ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয় বনাম কামারখালী ইউনিয়ন বীরশ্রেষ্ঠ উচচ বিদ্যালয়, বাগাট ইউনিয়নের বাগাট উচ্চ বিদ্যালয় বনাম একই ইউনিয়নের ঘোপঘাট উচ্চ বিদ্যালয়, ডুমাইন ইউনিয়নের জিনিষ নগর কাজী সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয় বনাম কামারখালী ইউনিয়নের কামারখালী উচ্চ বিদ্যালয়। এর মধ্যে ফাইনাল খেলায় দুটি স্কুলের ছাত্ররা অংশ গ্রহন করে এরা হলেন কামারখালী ইউনিয়নের কামারখালী উচ্চ বিদ্যালয় বনাম একই ইউনিয়নের বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয় এর মধ্যে খেলায় ২-১ গোলে কামারখালী উচ্চ বিদ্যালয় ফাইনাল খেলায় চ্যম্পিয়ান লাভ করে। রেফরীর দায়িত্বে ছিলেন উৎপল কুমার ভৌমিক, সরজিত মজুমদার, কানাই লাল মন্ডল, মামুন হোসেন প্রমুখ। ধারা ভাষ্য বিবরনীতে নিয়োজিত ছিলেন কামারখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক দুলাল কুমার মিত্র। অনুষ্ঠানে কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীর উদ্দিন এর সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন কামারথালী ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা আবু বক্কার মোল্য, কামারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নব কুমার দত্ত সহ অংশ গ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক , স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সহস্রাধিক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।