স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ফরিদপুর জেলা সংসদের ২৫ তম কাউন্সিলের মাধ্যমে সর্বসম্মতিক্রমে শিতাংশু ভৌমিক অঙ্কুরকে সভাপতি, সোহান মুন্সিকে সাধারণ সম্পাদক ও প্রত্যাশা মজুমদারকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের নেতা প্রীতম ফকির ও জয় রায়।
ফরিদপুর জেলার স্টেশন বাজারস্থ ছাত্র ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে আবরার নাদিম ইতুর সভাপতিত্বে ও শীতাংশু ভৌমিক অঙ্কুরের সঞ্চালনায় কাউন্সিল শুরু হয়।কাউন্সিলের শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, রাজবাড়ি জেলা সংসদের সভাপতি কাওসার আহমেদ রিপন ও মানিকগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ।
কমিটির অনান্যরা হলেন সহ সভাপতিঃ শুভ দাস গুপ্ত, সহ সভাপতিঃশাপলা চক্রবর্তী,সহ সাধারণ সম্পাদকঃশৈতি মন্ডল,সহ সাধারণ সম্পাদকঃ মোঃআরিফ,কোষাধ্যক্ষঃজ্যোতি সরকার
,দপ্তর সম্পাদকঃ শ্রীকান্ত বিশ্বাস, শিক্ষা ও গবেষণা সম্পাদকঃ নিশা পোদ্দার, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদকঃ অপরুপা বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদকঃ রিফাত হাসান, ক্রীড়া সম্পাদকঃ শান্ত বিশ্বাস, সদস্যঃ আরবার নাদিম ইতু।
দুটি সদস্যপদ ফাঁকা রাখা হয়েছে এবং সম্মেলন শেষে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের নেতা প্রিতম ফকির।