এনবি ডেস্ক :
সম্ভাবনাময় উদ্যোক্তাদের ম্যানেজারিয়াল, লিগ্যাল সাপোর্ট, মেন্টরিং, স্কিল ট্রেইনিং, লজিস্টিক সাপোর্ট, ফান্ডিংসহ ৩৬০° সহায়তার লক্ষ্যে এন্টারপ্রেনরশিপ বাংলাদেশসহ ৪টি প্রতিষ্ঠানের মধ্যে গত ৩০ আগস্ট সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) কার্যালয়ে এ আয়োজনে এন্টারপ্রেনরশিপ বাংলাদেশ লি. মো. শামসুল আরেফিন এবং এসএমই প্লাটফর্ম উত্তরণ এর টিম লিডার মো. কামরুজ্জামান বাবু উদ্যোক্তাদের প্রশিক্ষণ উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন, পরিচালক (উপ-সচিব) আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান, বিসিক উইমেন অ্যান্ড ইয়ুথ এন্টারপ্রেনার্স ফোরামের (BWYEF) সভাপতি ব্যারিস্টার মো. আব্দুল্লাহ আল হাসান সাকিব, সাধারণ সম্পাদক মো. শাহীন রেজা প্রমুখ।