বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে পাঁচ শতাধিক ভ্যান চালকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনাকালীন সময়ে ঈদ উপলক্ষে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার ( ১৬ জুলাই) সকাল সাড়ে ৯ টায় পৌরসভা প্রাঙ্গণে বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, প্যানেল মেয়র মোমিন খান, ১ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিবুর রহমান বিপ্লব মিয়া, সংরক্ষিত কাউন্সিলর মাকসুদা আক্তার রুমা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল প্রমুখ। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ‘আনোয়ারা মডেল একাডেমি’র প্রতিষ্ঠাতা আফতাব আহমেদের অর্থায়নে পৌরসভার পাঁচ শতাধিক ভ্যানচালককে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, রসুন, চিনি ও সেমাই দেয়া হয়।