মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের মূল্য ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে মঙ্গলবার ২৩ আগস্ট বিকাল পাঁচটায় মধুখালী উপজেলার মাঝকান্দিতে বৃহস্পতিবার ২৫ আগস্ট অর্ধদিবস হরতালের সমর্থনে সিপিবির মধুখালী উপজেলা কমিটির উদ্যোগে কৃষক নেতা মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও যুব নেতা মোঃ মাসুদ রানার ,সঞ্চালনায় এক পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত পথসভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সিপিবি ফরিদপুর জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট মানিক মজুমদার, সিপিবি মধুখালী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নওশেরুল আলম, কৃষক নেতা সোহরাব মাতুব্বর, কৃষক নেতা মোঃ খলিলুর রহমান, যুবনেতা শাহ কুতুব উজ্জামান প্রমূখ।
পথসভা শেষে একটি মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার সারাদেশে অর্ধ দিবস হরতালের লিফলেট বিতরণ করা হয়।