বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুর বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নে কাদিরদী বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বর জননেতা মো. আব্দুর রহমান। বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে মো. আব্দুর রহমানের পক্ষে এ অর্থ বিতরণ করেন ফরিদপুর জেলা ছাত্রলীগ, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগ ও মধুখালী উপজেরা ছাত্রলীগ। বিতরণের সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, মধুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রবিন মোল্যা, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তমাল আলী, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকি প্রমুখ। এ সময় আগুনে পুড়া সকল ব্যবসায়ীদের খোজ খবর নেন তারা। মধুখালী আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু জানান, আগুনে পুড়া ব্যবসায়ীদের খবর শুনে জননেতা মো. আব্দুর রহমান আমাদের কাছে নগদ অর্থ পাঠিয়ে দিয়ে বলেন, ক্ষতিগ্রস্থ সকল ব্যবসায়ীর মধ্যে বিতরণ করতে এবং তাদের খোজ খবর নিতে। উল্লেখ্য গত বুধবার রাত ১০টার দিকে বৈদ্বাতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বাজারের ৮ ব্যবসায়ীর দোকান ও একটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়।