1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

মধুখালীর কামারখালীতে সার বীজ কীটনাশক সহ ডিজেলের দাম কমানোর দাবিতে কৃষক সমিতির সমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২৮২ Time View

নিজস্ব প্রতিনিধি :
সার বীজ কীটনাশক সহ ডিজেলের দাম কমানোর দাবিতে শনিবার (২০ আগস্ট) বিকাল পাঁচটায় ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারে বাংলাদেশ কৃষক সমিতি মধুখালী উপজেলা কমিটি আয়োজিত এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক নেতা বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী লাল এর সভাপতিত্বে এবং মোহাম্মদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষক নেতা সুধীন সরকার মঙ্গল, কৃষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরে জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক ও বাংলাদেশ কৃষক সমিতির জেলা সভাপতি কৃষক নেতা অ্যাডভোকেট মানিক মজুমদার, বাংলাদেশ কৃষক সমিতি মধুখালী উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশেরুল আলম, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার অজিত বিশ্বাস, বাংলাদেশ যুব ইউনিয়ন মধুখালী উপজেলা সভাপতি শাহ কুতুব উজজামান, বাংলাদেশ যুব ইউনিয়ন মধুখালী উপজেলা সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, মৎস্যজীবী নেতা গজেন্দ্র সরকার প্রমূখ। বক্তারা অবিলম্বে সার এবং ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি জানান। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে সরকার অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে বক্তারা দাবি করেন। কামারখালীর কৃষক সমাবেশে বক্তারা আরো বলেন, অবিলম্বে পল্লী বিদ্যুতের অনিয়ম, দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে হবে।সমাবেশ শেষে একটি মিছিল কামারখালী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category