বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বান্দুগ্রামে ৫ বছরের শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অপরাধে হরিচাদ মালো (২০) নামে এক লম্পটকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদি হয়ে বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যায় হরিচাদকে একমাত্র আসামি করে নারী ও শিশু নিযার্তন দমন আইন ২০০০ সালের সংশোধনী ২০০৩ সালের ৯ (৪) (খ) ধারায় মামলা করেছেন। মামলা নম্বর ৯। মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে ওই শিশু তার মার সাথে নানা বাড়ি বান্দুগ্রামে বেড়াতে আসে। ওইদিনই সকাল সাড়ে ৯টার দিকে লম্পট হরিচাদ মালো ওই শিশুকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে হরিচাদ মালোর রান্নাঘরে নিয়ে পরনের প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে শিশুটির মা, নানীসহ আশ পাশের লোকজন ছুটে আসলে হরিচাদ পালিয়ে যায়। ওইদিন সন্ধ্যায় শিুশুর বাবা থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন। এদিকে ঘটনার দিন সন্ধ্যায় হরিচাদকে স্থানীয় জনতা তার বাড়ি থেকে আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মামুনুর রশিদ বলেন, ধর্ষণ চেষ্টার আসামি হরিচাদকে আটক করে ধর্ষণ চেষ্টা মামলায় শুক্রবার ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।