মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী-মাগুরা নির্মাণাধীন রেলপথ প্রকল্প এলাকা পরির্দশন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ।
২ আগস্ট মঙ্গলবার দুপুর আড়াইটায় মধুখালী-মাগুরা নির্মাণাধীন রেলপথ প্রকল্প এলাকা পরির্দশন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন । উপজেলার কামারখালী গড়াই রেলসেতু এলাকায় নির্মাণাধীন পূর্বপাশ এলাকা পরিদর্শন করেন রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যড. মোঃ সাইফুজ্জামান শিখর, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, প্রকল্প পরিচালক মোঃ আসাদুল হক, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী সহ রেলের উর্দ্ধাতন কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিগণ। মধুখালী-মাগুরা রেলপথের নির্মাণ কাজ প্রায় ৩৭.৫২%ভাগ হয়েছে বলে রেলসুত্রে জানাগেছে।