বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী কর্মরত তিন সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গেলে শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল আহমেদ তাদের লাঞ্ছিত করেছে বলে সাংবাদিকরা অভিযোগ করেন। জানা যায়, সোমবার (২৫ জুলাই) দুপুরে শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারে চেয়ারম্যানের বক্তব্য আনতে গেলে চেয়ারম্যান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের ঘেরাও করে লাঞ্ছিত করে। দৈনিক ভোরের দর্পন পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি এসএম রুবেল বলেন, আমি, সাপ্তাহিক মানব দর্পন পত্রিকার সম্পাদক তারিকুল ইসলাম, সাংবাদিক মুকুল বোষ, তিন জন মিলে সোমবার দুপুরে শেখর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শেখর গ্রামে অবস্থিত সরকারী ইউনিয়ন পরিষদে তালা দিয়ে বন্ধ করে সহস্রাইল বাজারে ব্যক্তিগত অফিস করে কার্যক্রম চালাচ্ছে। সরকারী অফিস বন্ধ করে কেন ব্যক্তগত অফিস চালাচ্ছে সেই বক্তব্য আনতে সহস্রাইল বাজারে গেলে কামাল আহমেদ তার সন্ত্রাসী বাহিনী ও নিজে উপস্থিত থেকে তার ব্যক্তিগত অফিসের সামনে আমাদের ঘিরে রাখে। এ সময় তিনি লোক দিয়ে ভিডিও করান এবং অফিসের লোকজন ডেকে তাদের দিয়ে বলায় সাংবাদিকরা তাদের কাছে টাকা চেয়েছে। অথচ আমরা অফিসে যায়নি। বিষয়টি মৌখিক ভাবে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাবকে জানানো হয়েছে। এ ব্যাপারে শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল আহমেদ বলেন, সাংবাদিকরা আমার অফিসে এসে অফিসের একটি মেয়ের ছবি তোলে। তাকে বিরোক্ত করে এবং টাকা চায়। এ ছাড়া আমি জনগণের দুর্ভোগ কমাতে ইউনিয়নের তিন চার জায়গায় অফিস করেছি। প্রতিটি অফিসে আমি বসে কার্যক্রম চালায়।