মধুখালী প্রতিনিধি :
শনিবার সকালে মধুখালী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংগঠনটির সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নুকে রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়েছে। রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মন্নু গত ১৩ জুন ২০২২ খ্রি: তার সহধর্মিনীর চিকিৎসার জন্য ভারতের কলকাতা গমন করে শুক্রবার দুপুরে দেশে ফিরে শনিবার সকালে মধুখালী রিপোর্টার্স ইউনিটর কার্যালয়ে আসলে সংগঠনের পক্ষ থেকে রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মুহ. মিজানুর রহমান সরদার সহ অন্যান্য সদস্যবৃন্দ তাকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় মধুখালী রিপোর্টার্স ইউনিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।