কামারখালী পতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে ঐতিহ্যবাহী আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে ২রা জুন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শহীদ মিনার নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্মের সন্তানের বাংলা ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে ধারনা পাবে বলে আশাবাদী। কাজের শুভ উদ্বোধন করেন আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সভাপতি মোঃ আশরাফুল ইসলাম জিহাদ। এ সময় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পঞ্চানন কুমার দাস, স্কুলের কো-অপ্ট সদস্য মোঃ রুহল আমিন মোল্যা, স্কুলের দাতা সদস্য মোঃ নাজিরুল ইসলাম মৃধা নান্নু, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ সাইদুর রহমান, মোঃ হুমায়ন মন্ডল, মোঃ আসাদুজ্জামান, মোঃ ইজাজুল মোল্যা (ডাবলু) সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। সভাপতি মোঃ আশরাফুল ইসলাম জিহাদ বলেন জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন এবং উপজেলা চেয়ারম্যান দিয়ে শহীদ মিনার শুভ উদ্বোধন করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেছেন। তাছাড়া ইউনিয়ন বাসী এই শিক্ষানুরাগী সভাপতি মোঃ আশরাফুল ইসলাম জিহাদ এর আমলে শহীদ মিনার হওয়ায় শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী এবং ইউনিয়নবাসী অনেক খুশি।