ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কালিনগর এলাকায় আশ্রয়ণ প্রকল্পের নির্মানাধীন ৫ টি ঘরের মধ্যে একটি ঘরের ২ টি পিলার রোববার রাত সাড়ে আটটার দিকে কে বা কাহারা ভেঙ্গে দিয়েছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসকসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
যার নামে ঘর বরাদ্ধ সেই অখিল মন্ডল (৪৮) জানান, রোববার রাত আনুমানিক সাড়ে আট টার দিকে ৪/৫ জনের একটি গ্রুপ নির্মানাধীন ঘরের নিকট গিয়ে বলে আমরা ফরিদপুর থেকে এসেছি, ঘরগুলো ভালো করে তৈরী হচ্ছে না, তাই এগুলো ভাঙ্গতে হবে।
পরে ভালো করে তৈরী করে দিব, এগুলো বলতে বলতে ২ টি পিলার ভেঙ্গে ফেলে দুর্বৃত্তরা। রাতে বিষয়টি বুঝে উঠতে না পেরে সকালে উপজেলা নির্বার্হী অফিসার মহোদয়কে জানায়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার জানান, ‘মুজিব বর্ষে একজন লোকও গৃহহীন থাকবে না’ আশ্রয়ণ প্রকল্পের-১ ও ২ এর আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে নির্মানাধীন মেগচামী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অখিল মন্ডলসহ ৫ জনের জন্য ৫ টি ঘর নির্মান করা হচ্ছে।
সকালে জানতে পারি কে বা কাহারা রাতের বেলায় ২ টি পিলার ভেঙ্গে ফেলেছে।
মধুখালী থানার পরিদর্শক(তদন্ত) (ওসির চলতি দায়িত্বে) রথিন্দ্রনাথ তরফদার জানান, অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুপুর ২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মধুখালী থানার পরিদর্শক(তদন্ত) (ওসির চলতি দায়িত্বে) রথিন্দ্রনাথ তরফদার জানান, অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোছা. তছলিমা আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.সাইফুল কবির, উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম, মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন,সহকারী পুলিশ সুপার(মধুখালী সার্কেল) সুমন কর, মধুখালী থানার পরিদর্শক(তদন্ত) (ওসির চলতি দায়িত্বে) রথিন্দ্রনাথ তরফদার,মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু,যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. আলিউজ্জামান খোকন প্রমুখ।