1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

মধুখালীতে ফ্রি মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্পেইন

মো. সহিদুল ইসলাম
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৩১৫ Time View

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান সামসুদ্দিন মিয়ার ছেলে বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি মোঃ হাফিজুর রহমান মিয়া সাগর এর আয়োজনে এবং আড়পাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডবাসীর সহযোগীতায় আড়পাড়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের বসবাসীদের জন্য শুক্রবার সকালে ভাতুরিয়া পূর্ব আড়পাড়া গ্রামে সাগর মিয়ার ডেল্টাল কমিউনিটি ক্লিনিকে ও সালাউদ্দিন মিয়ার সুরশ্রী সংগীত একাডেমীতে বিনা ফি-তে রোগী দেখা হয়। রোগী দেখেন আড়পাড়া গ্রামের মরহুম এনতাজ হোসেন মিয়ার ছেলে মোঃ আহম্মেদ হোসেন মিয়া আতর হোসেন এর পুত্র ডাঃ আবদুল্লাহ আল মুঈদ সিনিয়র প্রভাষক ডেন্টাল বিভাগ বিডিএস (ঢাকা) পিজিটি (ঢাকা), হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ঢাকা ও ডাঃ গোলাম জিনাল ী(জনী) এম.বিবি.এস ঢাকা মেডিসিন বিশেষজ্ঞ ডিএমইউ (আল্ট্রা)। এ সময় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি মোঃ হাফিজুর রহমান মিয়া সাগর, মোঃ সালাউদ্দিন মিয়া সোহেল, আড়পাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সমাজসেবক মোঃ জাহিদুর রহমান প্রমুখ। সার্বিক সহযোগীতায় ছিলেন মেডিপ্লাস এর এস.এম.পি মোঃ সেলিম রেজা, এসি মোঃ আবু রাহাত, আড়পাড়া গ্রামের মোঃ আবু নাইম, মোঃ হাবিবুর রহমান, মোঃ আরিফুল ইসলাম মিয়া , মোঃ কামাল হোসেন প্রমুখ। পরিশেষে ডাক্তার ও পরিচালকের সাথে কথা বলে জানা যায় তিনি যেহেতু এই গ্রাম ও ইউনিয়নের ছেলে সেই হিসাবে প্রতিমাসে একবার তিনি ফ্রি চিিিকৎসা দিবেন এবং পরবর্তীতে সকলের সাবির্ক সহযোগীতায় আড়পাড়াতে একটি ডেন্টাল কমিউনিটি ক্লিনিক প্রতিষ্টা করবেন এই আশা রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category