1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

বোয়ালমারী হাসপাতালে অক্সিজেন কন্সেন্ট্রেটর প্রদান করলেন শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৪০২ Time View
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
করোনায় আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট দূরীকরণে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের জন্য বোয়ালমারী জর্জ একাডেমি ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘৯৮ এসএসসি ব্যাচের’ পক্ষ থেকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন কন্সেন্ট্রেটর প্রদান করে হয়েছে।  শনিবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমানের নিকট ঘন্টায় ৫ লিটার অক্সিজেন উৎপাদন সক্ষম  এ  অক্সিজেন কন্সেন্ট্রেটরটি হস্তান্তর করা হয়। হস্তন্তরের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.  মোরশেদ আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. জ্ঞানব্রত শুভ্র, ৯৮ ব্যাচের পক্ষে বোয়ালমারী উপজেলা পরিষদের সি.এ মো. তানভীর আকতার, ইউসিবিএল ব্যাংকের অফিসার মো. বিল্লাল হোসেন, বোয়ালমারী বেসরকারি পলিটেকনিক কলেজের অধ্যক্ষ মো. জাহিদুল হক,  রহিমা অফরোজ লিমিটেডের অডিটর মো. রাকিব হোসেন, প্রাইম ব্যাংক লিমিটেডের অফিসার ভবতোষ বৈদ্য প্রমুখ।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন,  অক্সিজেন কন্সেন্টেটরটি করোনা রোগীদের সেবায় নতুন মাত্রা যোগ করলো। এখন থেকে ঘন্টায় ৫ লিটার পর্যন্ত নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category