মধুখালী প্রতিনিধি :
শনিবার (২১ মে) ফরিদপুরের মধুখালী রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে বিকাল ৫টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ফরিদপুর জেলা আইনজীবি সমিতির নবনির্বাচিত সাধারন সম্পাদক ও মধুখালী রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য, প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট মানিককে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মধুখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহ. মিজানুর রহমান সরদারের সঞ্চালনায প্রথমে এ্যাডভোকেট মানিক মজুমদারকে রিপোর্টার্স ইউনিটির সদস্যরা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এসময় তাকে রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সম্মানরুপ ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এ্যাড. মানিক মজুমদার, বিশিষ্ঠ সমাজসেবক, কবি, নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো, হাবিবুর রহমান, মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শিক্ষক মো. হাবিবুর রহমান, মধুখালী প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক মেহেদি হাসান পলাশ, রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক মো. কামরুল ইসলাম, সাহিত্য সম্পাদক শাহ্ কুতুবুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির রাকিবুল হাসান, জুয়েল শরিফ প্রমুখ। এসময় মধুখালী রিপোর্টার্স ইউনিটির সাংগাঠনিক সম্পাদক মো. সহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক নাজমুল হোসেন, প্রেসক্লাবের সোয়াইদ সাম্মি, রিপোর্টার্স ইউনিটির, বিপ্রজিত বিশ^াস, মো. মিলন মোল্যা, ইমামুল হাসান, জয়ন্ত কর্মকার, মানিক শিকদার, পার্থ রায়, অসিম কুমার দাস, পূজা উদযাপন পরিষদের উজ্জল ঘোষ, ও মাসুদ রানাসহ রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।