বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া উপজেলায় করোনা আক্রান্ত রোগীদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মানবিক মেয়র পৌর সভা ও উপজেলার প্রত্যেক করোনা রোগীর বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছন করোনা সুরক্ষা সামগ্রী। এ ছাড়া তিনি করোনা আক্রান্ত রোগীদের খোঁজ খবরও নিচ্ছেন। করোনা আক্রান্ত শ্বাসকষ্টে ভোগা রোগীদের অক্সিজেনের দরকার হলে তিনি অক্সিজেন সিলিন্ডার রোগীর বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা করছেন। এজন্য তিনি ব্যক্তিগত খরচে চারটি অক্সিজেন সিলিন্ডার ক্রয় করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান বলেন, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অক্সিজেন বাড়ি বাড়ি পৌছানো কষ্টকর হওয়ায় পৌর মেয়র তার ব্যক্তিগত টাকা দিয়ে সেলেন্ডার কিনে করোনা আক্রান্ত শ্বাসকষ্টের রোগীদের বাড়ি বাড়ি সিলিণ্ডারসহ অক্সিজেন পৌঁছে দিচ্ছেন।
পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন মিয়া পৌর সভাসহ উপজেলাবাসীকে সর্বোচ্চ সতর্ক ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন।