বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নীলফামারী জেলা বিএনপি।
গতকাল শনিবার ১৪ মে সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে করে নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমানের সভাপতিত্বে এবং জেলা সহসভাপতি মোক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজমান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে জনজীবনে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের ভোগান্তি উঠেছে চরমে। বর্তমান সরকার দিনের ভোট রাতে করে দখলদারীর মাধ্যমে ক্ষমতায় এসেছে তাই জনগণের কাছে জবাবদিহিতা ও দায়বদ্ধতা নেই তাদের। এ কারনে সরকার দফায় দফায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মুল্য বাড়িয়েই যাচ্ছে। কিন্তু জনদুর্ভোগ লাঘবে সরকারের কোনো মাথাব্যথা নেই।
তিনি আরো বলেন, ‘আপনারদের আর অল্প কয়েকদিন সময় আছে। খুব বেশিদিন সময় নাই,এই সরকার আর টিকতে পারবে না। জনগনকে সাথে নিয়ে আরো দূর্বার আন্দোলন গড়ে তুলবে বিএনপি।’
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি বাচ্চু প্রধান, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো, শেফাউল আলম জাহাঙ্গীর সেপু, নীলফামারী জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আবু মোঃ সোয়েম, সদর উপজেলা বিএনপির সভাপতি রায়েদুল ইসলাম দোলন, সাধারণ সম্পাদক এ্যাড. আল মাসুদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু সুফিয়ান রুমেল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন, যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান, জেলা কৃষকদলের আহবায়ক মগনী মাসুদুল আলম দুলাল, সদর উপজেলা কৃষকদলের আহবায়ক শেফাউল আলম লুলু চৌধুরী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মারুফ প্রিন্স প্রমুখ।