বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর করোনা কালিন উপহার পেয়েছেন ৮ হাজার ৫শ’ জন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্দে উপজেলার ১০ ইউনিয়নের ৮ হাজার ৫ শ’ জনকে করোনার উপহার টাকা ও চাল দেওয়া হয়। প্রতিটি ইউনিয়নে ১০০ জনকে দেওয়া হয় ১০ কেজি করে চাল। ৭৫০জনকে দেওয়া হয় ৫শ’ টাকা করে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে বলেন, টাকা ও চাল বিতরনের সময় প্রতিটি ইউনিয়নে একজন করে টেক অফিসার ছিল। সঠিক ও স্বচ্ছভাবে বিতরণ করা হয়।