1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

লক ডাউনের মধ্যেও ড্রেজার দিয়ে বালু উত্তোলন থানায় অভিযোগ করেও বন্ধ হয়নি ড্রেজার মেশিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৭১ Time View
নিজস্ব  প্রতিনিধি :
ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের আকবর মাতুলের ডাঙ্গী এলাকার মজিদের খেয়াঘাট পদ্মা নদীর একাংশ থেকে চলমান করোনা পরিস্থিতি ও লক ডাউনের সুযোগ নিয়ে জাহিদ বিশ্বাস ঐ এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে প্রায় ৩ কিঃমিঃ দুরে আরও ১০টি মেশিন বসিয়ে বালু উত্তোলন করে চর মাধবদিয়া ইউনিয়নের আফজাল মন্ডলের হাটে বালু ভরাট করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরজমিনে নর্থ চ্যানেল ইউনিয়নের আকবর মাতুলের ডাঙ্গী এলাকার মজিদের খেয়াঘাট পদ্মা নদীর একাংশ থেকে ২টি বড় ড্রেজার মেশিন বসিয়ে বলু উত্তোলন করছে। যার কারনে ঐ এলাকার আশেপাশের জমি ও বাড়ী ঘর ভেঙ্গে নদী গর্ভে বিলীন হচ্ছে। প্রায় ৩ কিঃমিঃ পাইপ ও আরও ১০টি মেশিন বসিয়ে এই বালি উত্তোলন করে চর মাধবদিয়া ইউনিয়নের আফজাল মন্ডলের হাটে বালু ভরাট করছে। প্রসঙ্গত আফজার মন্ডলের হাট নিয়ে বিজ্ঞ আদালতে মামলা  চলমান। বিবাদী পক্ষকে আদালত ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিলে বিবাদী পক্ষ ১০ দিনের সময় নিয়ে হাটের জায়গা বলু দিয়ে ভরাট করছে।
এ বিষয়ে আইজদ্দিন মৃধা ডাঙ্গী এলাকার মৃত: শেখ সানাউল­ার ছেলে মোঃ আব্দুল হালিম শেখ জাহিদ বিশ্বাসের বির“দ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, জাহিদ বিশ্বাস একজন প্রভাবশালী লোক। তিনি মোটা অংকের টাকায় চুক্তি নিয়ে অভিযোগকারীকে ভয়ভীতি দেখিয়ে বালু উত্তোলন করছে। এতে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে বিধায় তিনি বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত জাহিদ বিশ্বাস জানান, আমি প্রশাসনের অনুরোধে প্রায় ৩ কিঃমিঃ দূর থেকে পদ্মা নদীর পাড়ে  আমাদের জমিতে ২টি ড্রেজার বসিয়ে বালি উত্তোলন করে আফজার মন্ডলের হাট ভরাট করছি। এতে আমার কি দোষ? যদি আমি এটা না করি তাহলে প্রশাসন আমার বির“দ্ধে ব্যবস্থা নিবে। তিনি নিজেকে একজন আওয়ামীলীগের নেতা বলে দাবি করেন।
এ ব্যাপারে নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাক আহম্মেদ বলেন, বিষয়টি আমি শুনেছি। আমি বিষয়টি প্রশাসনকে অবগত করবো যাতে করে অবৈধ এই ড্রেজার মেশিনটি বন্ধ করে দেয়। নাহলে আমার এলাকার লোকজনের বাড়ী ঘরসহ জায়গা  জমি নদী গর্ভে বিলীন হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category