বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি) :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ বছর পর বুধবার (১৬ মার্চ) থেকে চালু করা হয়েছে সিজারিয়ান সেকশন। প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে প্রায় ৮ বছর আগে স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশন বন্ধ হয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, ১৬ মার্চ থেকে চালু করা হয়েছে সিজারিয়ান সেকশন। সপ্তাহে শনিবার, রবিবার, সোমবার ও বুধবার সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত চালু থাকবে এই সিজারিয়ান সেকশন। সিজারিয়ান সেকশন চালু করায় অনেক গরীব রোগীদের বাড়তি টাকা লাগবে না। কোন ক্লিনিকে গিয়ে সিজার করা লাগবে না।