মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলা কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে শুরুতেই করোনা সনাক্ত বেড়েই চলেছে। মঙ্গলবার (৬ জুন) র্যাপিড এন্টিজেন টেস্ট রিপোর্টে মধুখালী থানার দুই পুলিশ সদস্যসহ ১৩জন করোনা সনাক্ত হয়েছে। উপজেলায় দ্বিতীয় ঢেউয়ে রোগী সনাক্তের হার শতকরা প্রায় ৪৪.৪০% । দ্বিতীয় ঢেউয়ে মধুখালীতে করোনায় আক্রান্ত হয়ে মোট ৬ জনের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম জানান, মঙ্গলবার (৫জুলাই) একদিনে মোট ৪৬টি নমুনা সংগ্রহ করা হয়। এতে স্থানীয় হাসপাতালে র্যাপিড এন্টিজেন টেস্ট রিপোর্টে ১৩জন সনাক্ত হয়। বাকী ৩২টি নমুনা ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পিসিআর রিপোর্ট বাদে মোট শনাক্তের সংখ্য ২৪৬জন। এ সময় মোট ৫৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। শনাক্তের হার শতকরা ৪৪.৪০% ভাগ।