বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম টিকা নেওয়ার পরও করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা যায়,উপজেলার রেনিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম শ্বর্দি নিয়ে রবিবার (৪ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা পরীক্ষা করান। পরীক্ষায় এই শিক্ষক নেতার পজেটিভ আছে। একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাজেদুল করিম একদিন পরে করোনা পজেটিভ হয়। বর্তমানে তিনিও নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, করোনা আক্রান্ত শিক্ষক দুজনই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন এবং বর্তমানে ভালো আছেন।