মধুখালী প্রতিনিধি :
বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্র ঘোষিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্ধ্বে গতির প্রতিবাদে ও ৯ দফা দাবিতে আজ বাংলাদেশ যুব ইউনিয়ন মধুখালী উপজেলা কমিটির পক্ষ থেকে সকাল ১০ টায় মধুখালী রেলগেটে শহীদ ওহিদ চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । সংগঠনের উপজেলা সভাপতি শাহ কুতুবুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতি ফরিদপুর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মানিক মজুমদার, সিপিবি মধুখালী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড নওশেরুল আলম, যুব ইউনিয়নের মধুখালী উপজেলা সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মো ফারুক হোসেন, যুব নেতা আকিদুল হোসেন, আব্দুল ওয়াদুদ সেক, নাসিরুজ্জামান লিটল, নিত্য গোপাল সরকার। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।