বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে ফরিদপুরের বোয়ালমারী পৌর শহর বাজারে করোনা সামগ্রী বিতরন করেন পৌর মেয়র সেলিম রেজা লিপন। শনিবার (৩ জুলাই) সকালে পৌর বাজারে ঘুরে ঘুরে নিত্য প্রয়োজনীয় কিনতে আসা পথচারী ও কাচা মাল ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী মানুষের মধ্যে মাস্ক, স্যানিটাইজার, সাবান বিতরণ করা হয়। এ সময় সকলকে লকডাউন মেনে ঘরে থাকা জন্য বলেন মেয়র। বিতরণের সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র মমিন হোসেন, কাউন্সিলর আ. সামাদ খান, জমির আলী, বিপ্লব হোসেন, সংরক্ষিত কাউন্সিলর মাকসুদা আক্তার রুমা, রিনা পারভীন। এর আগে বৃহস্পতিবার পৌর বাজারে বিভিন্ন স্থান ও মসজিদের ইমামদের মাঝে করোনা সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র।