1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ম্যারাথনে কেনিয়া-ইথিওপিয়ার শ্রেষ্ঠত্ব

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৩৪৪ Time View

এন বি ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ম্যারাথন। রাজধানী বুকে সোমবার (১০ জানুয়ারি) ভোর থেকে আর্মি স্টেডিয়াম থেকে ম্যারাথন শুরু হয়ে শেষ হয়েছে হাতিরঝিলে এসে। দেশি-বিদেশি অ্যাথলেটদের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২-এ এলিটদের ইভেন্টে কেনিয়া ও ইথিওপিয়া শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

এলিটদের ইভেন্টে ৪২ কিলোমিটার ম্যারাথনে ছেলেদের মধ্যে কেনিয়ার ভিনসেন্ট কিপসাং রনো প্রথম হয়েছেন। তিনি সময় নেন ২ ঘণ্টা ৯ মিনিট ২৯ সেকেন্ড। দ্বিতীয় হয়েছেন মরক্কোর ওমর এইত চিতাচেন, তিনি সময় নিয়েছেন ২ ঘণ্টা ৯ মিনিট ৪৯ সেকেন্ডে। আর ২ ঘণ্টা ১২ মিনিট ২৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন ইথিওপিয়ার গেব্রেসাদিক আবরাহা আদিহানা।

ম্যারাথন ২

মেয়েদের মধ্যে ইথিওপিয়ার মুলিয়ে দেকেবো হাইলিমারিয়াম ২ ঘণ্টা ৩১ মিনিট ৩৯ সেকেন্ড সময় নিয়ে সেরা হন। মরক্কোর সৌদ কানবোচিয়া ২ ঘণ্টা ৩৪ মিনিট ৪৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় ও কেনিয়ার হেলেন জেপগুরগাত ২ ঘণ্টা ৩৫ মিনিট ৫১ সেকেন্ড সময় নিয়ে হন তৃতীয়।

এই ইভেন্টে বাংলাদেশের অ্যাথলেটদের ক্যাটাগরিতে পাপিয়া খাতুন ৩ ঘণ্টা ৩৯ মিনিট ৫০ সেকেন্ড নিয়ে প্রথম হন। নার্গিস জাহান ওহাব ৪ ঘণ্টা ২১ মিনিট ৪ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় ও সুলতানা খাতুন ৪ ঘণ্টা ২২ মিনিট ৪০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন।

ম্যারাথন (2)

আর ছেলেদের মধ্যে আসিফ বিশ্বাস ২ ঘণ্টা ৩৫ মিনিট ১২ সেকেন্ড নিয়ে প্রথম। মোহামম্দ ফরিদ মিয়া ২ ঘণ্টা ৪০ মিনিট ৪ সেকেন্ড সময় নিয়ে হন দ্বিতীয়। আর কামরুল ইসলাম তৃতীয় হন ২ ঘণ্টা ৪১ মিনিট ৪৪ সেকেন্ড নিয়ে।

সাফ ক্যাটাগরিতে দুই ইভেন্টেই ভারত শ্রেষ্ঠত্ব দেখিয়েছে। দুজনই আবার সম্পর্কে স্বামী-স্ত্রী! মেয়েদের মধ্যে ভারতের আরতি দত্ত পাতিল প্রথম হন। তিনি সময় নেন ২ ঘণ্টা ৫৩ মিনিট ২৮ সেকেন্ড। ছেলেদের মধ্যে ভারতের বুগাথা শ্রীনু ২ ঘণ্টা ১৬ মিনিট ২৬ সেকেন্ড নিয়ে অন্য অ্যাথলেটদের ছাড়িয়ে যান।

এলিট ক্যাটাগারিতে হাফ ম্যারাথনে মেয়েদের মধ্যে মরক্কোর সুকাইনা আতানানে ১ ঘণ্টা ৩০ মিনিট ৮ সেকেন্ড নিয়ে প্রথম হন। ছেলেদের মধ্যে সেরা হন কেনিয়ার লোকেথান কিলিমো। তিনি সময় নেন এক ঘণ্টা ৪ মিনিট ৭ সেকেন্ড।

ম্যারাথন (3)

হাফ ম্যারাথনে বাংলাদেশ ক্যাটাগরিতে শামসুন্নাহার রত্না ১ ঘণ্টা ৪১ মিনিট ৪১ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। লিবিয়া আক্তার এক ঘণ্টা ৪৮ মিনিট ৫৪ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন। নাসরিন বেগম ১ ঘণ্টা ৪৯ মিনিট ৮ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন তৃতীয়।

ছেলেদের মধ্যে আল-আমিন ১ ঘণ্টা ১৪ মিনিট ৩৩ সেকেন্ড নিয়ে সেরা। সোহেল রানা ১ ঘণ্টা ১৪ মিনিট ৩৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয়। আর মোহাম্মদ আল আমিন ১ ঘণ্টা ১৫ মিনিট ২১ সেকেন্ড সময় নিয়ে হন তৃতীয়।

ম্যারাথন শেষে হাতিরঝিলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category