বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে মাস্ক না পরে দোকান খুলে বেচা কিনা করায় এবং মাস্ক না পরে রাস্তায় বের হওয়ায়
ব্যবসায়ী ও পথচারীসহ ১১ জনকে মোট ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।
শুক্রবার (২ জুলাই) বিকেল ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। জরিমানা প্রাপ্তরা হলো, পথচারী অনিক হাসানকে ১শ’ আমিনুরকে ২শ’ আরিফকে ২শ’ মোটরসাইকেল চালক বিমান কুমার দাসকে ৫শ’ নাসিরকে ৫শ’ মোল্যা মেমোরিয়াল ক্লিনিককে ৩ হাজার, সমির কুমার দাসকে ১ হাজার, আব্দুল্লাহ ৫শ’ ইব্রাহিকে ৫শ’ চয়ন রায়কে ৫শ’ রাজুকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, স্বাস্থবিধি না মেনে দোকান খুলে বেচাকিনা করায় ও মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়ায় রোগ প্রতিরোধ সংক্রমক আইন ২০১৮ সালের ২৪ এর (২) ধারায় ১১ জনকে ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে।