বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় লকডাউনের প্রথম দিনে বৃহস্পতিবার স্বাস্থবিধি না মেনে দোকান খোলায় এবং মাস্ক ছাড়া বের হওয়ায় রোগ সংক্রমক প্রতিরোধ আইন ২০১৮ সালের ২৪ এর (২) ধারায় ১০ জনকে ৭ হাজার ৭শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। দুপুর ১২ টা থেকে বেলা ২ টা পর্যন্ত আদালত পরিচালনা করা হয়। আদালত সূত্র জানা যায়, মাস্ক না পরে ওষুধের দোকান খোলে বেচা কিনা করার অপরাধে উপজেলার চতুল ইউনিয়নের চিতাঘাটায় নাজমুল হাসানকে ১ হাজার, মুদি ব্যবসায়ী শাহিনকে ২শ’ ও সহস্রাইল বাজারে মতিয়ার রহমানকে ২ হাজার, রফিকুলকে ৫শ’ আ. রহমানকে ৫শ’ তরিকুল ইসলামকে ১ হাজার, জসিম বিশ্বাসকে ২ হাজার, পথচারী সিদ্দিক মোল্যাকে ১শ’ শরিফুলকে ২শ, ইমরানকে ১শ’, মো. ইস্রাফিল মোল্যাকে ১শ’ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, স্বাস্থ বিধি না মেনে দোকান খুলে বিক্রয় করার অপরাধে এবং মাস্ক ছাড়া বের হওয়ায় ১০ জনকে জরিমানা করা হয়েছে। অভিযান অব্যহত থাকবে।