পারভেজ উজ্জ্বল, নীলফামারী :
গতকাল ৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টি সেবা, জনস্থাস্থ্য পুষ্টি প্রতিষ্টান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্টিত হয়। কর্মশালায় সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবীর সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও সনাক সভাপতি তাহমীন হক ববি, মাই টিভির জেলা প্রতিনিধি আজিজুল ইসলাম বুলু, আরটিভি প্রতিনিধি হাসান রাব্বি প্রধান, ক্রাইম রিপোর্টার মানিক প্রমুখ। সভায় সিভিল সার্জন বলেন, আগামী ১১থেকে ১৪ডিসেম্বর পর্যন্ত জেলার ৬টি উপজেলার ৬১টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ১হাজার ৫’শ ৮৭টি কেন্দ্রে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।