1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন

নীলফামারী সদর থেকে ৫ জঙ্গি আটক

পাভেজ উজ্জ্বল
  • Update Time : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৭ Time View

রংপুর ব্যুরো :

নীলফামারী সদরের সোনারায়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ জঙ্গীকে গ্রেফতার করেছে র‌্যাব ১৩ ।আজ শনিবার সকাল সাড়ে আটটা থেকে এগারটা পর্যন্ত এই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় জাহেদুল ইসলাম, ওহেদুল ইসলাম , ওয়াহেদ আলী , আব্দুল্লাহ আল মামুন সুজা , নুরুল আমিনকে আটক করা হয়। অভিযানে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব বোমা ডিজপোজাল ইউনিট।
আজ সকাল দশটার দিকে হেলিকপ্টারে ঘটনাস্থলে এসে পৌঁছান র‌্যাবের বোমা ডিজপজাল ইউনিটসহ র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার শেখ আল মঈন। পরে সাংবাদিকদের তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আজ সকাল থেকে সদরর সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া পুটিহারী এলাকার শরিফুল ইসলাম শরিফের বাড়িটি ঘিরে রাখা হয়। পরে বোমা ডিজপজাল ইউনিট অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। গ্রেফতারদের জিজ্ঞাসাবাবাদের জন্য র‌্যাব-১৩ রংপুর কার্যালয়ে নেয়া হয়েছে। আজ বিকেল ৩ টায় প্রেস কনফারেন্সে বিস্তারিত জানাবেন র‌্যাব ১৩ নীলফামারী মিডিয়া।

এদিকে এই ঘটনা প্রকাশের পর থেকে, বাড়ির আশেপাশে শত-শত মানুষ ভীড় করেন। র‌্যাব কর্মকর্তা শেখ আল মঈন বলেন ওয়াহেদ আলীর নেতৃত্বে এই বাড়িতে বোমা তৈরির কাজ করা হতো বলে আমরা জেনেছি। রংপুর অঞ্চলে সেই এই কাজ করতো।
র‌্যাব রংপুরের পরিচালক রেজা আহমেদ জানান, আটককৃত ৫ জন ওই বাড়িতে বসে জঙ্গী কার্যক্রম চালিয়ে আসছিল বলে ধারণা করছি আমরা। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তারপর সংবাদ সম্মেলন করে অভিযানের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category