ডেস্ক রিপোর্ট :
ঢাকার অদূর সাভারের আমিনবাজারে ছয় ছাত্রকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় রায় ঘোষণার জন্য ২ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (২২ নভেম্বর) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমত জাহান উভয় পক্ষের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
নয় বছর আগে শবে বরাতের রাতে তাদের পিটিয়ে হত্যা করা হয়।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনন্দ চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ মামলাটি আইনগত যুক্তিতর্ক শুনানির দিন ধার্য ছিল। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য ২ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত। একই সঙ্গে জামিন প্রাপ্ত সব (৫৮ জন) আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, ২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামের কেবলাচরে ঘুরতে যান সাত বন্ধু। ওই সময় ডাকাত সন্দেহে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার পর ডাকাতির অভিযোগে নিহতদের বিরুদ্ধে সাভার থানায় একটি ডাকাতির মামলা করেন স্থানীয় বালু ব্যবসায়ী আবদুল মালেক। অন্যদিকে, পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা গ্রামবাসীদের আসামি করে আরেকটি হত্যা মামলা দায়ের করে।
নিহতরা ছাত্ররা হলেন— ধানমন্ডি ম্যাপললিপের এ লেভেলের ছাত্র শামস রহিম, মিরপুর সরকারি বাংলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ইব্রাহিম খলিল, বাংলা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌহিদুর রহমান পলাশ, তেজগাঁও কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র টিপু সুলতান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র সিতাব জাবির মুনিব এবং বাংলা কলেজের উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ছাত্র কামরুজ্জামান কান্ত। ওই ঘটনায় নিহতদের বন্ধু আল-আমিন গুরুতর আহত হলেও বেঁচে যান।