1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

মধুখালীতে মাজেদা জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩৫২ Time View
Exif_JPEG_420

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দিতে অবস্থিত মাজেদা জুট মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৮ জুন) বিকেলে অগ্নিকান্ডর ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ফরিদপুর, মধুখালী, সালথা, বোয়ালমারী, নগরকান্দা পাঁচটি ইউনিট পাঁচ ঘন্টার চেষ্টায় সন্ধ্যা ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি কি পরিমান হয়েছে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস তা নিরুপণ করতে পারেনি । কর্মরতরা বলছেন ক্ষতির পরিমান প্রায় ৪/৫ কোটি টাকা হবে ।
পাটকলের প্রশাসনিক ম্যানেজার মাধব কুমার সরকার বলেন, মেশিনের ঘর্ষনে আগুনের সূত্রপাত হয়, মিলের যে অংশে অগ্নিকান্ড সেখানে সুতালির ফিনিশিং এর কাজ চলছিল।
মধুখালী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার টিটোব শিকদার বলেন, সুতলি তৈরির কক্ষ থেকে আগুনের সূত্রপাত, আগুনে পাট নয়, পাট থেকে তৈরি সুতলির বান্ডিলগুলো পুড়ে গেছে ক্ষয় ক্ষতির পরিমাপ তৎক্ষনাৎ জানা যায়নি। ঘটনাস্থল মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category