মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার মধুখালীতে নিউ জননী স্পেশালাইজড হসপিটাল এর শুভ উদ্বোধন। শুভ উদ্বোধন উপলক্ষে সারাদিন ব্যাপী কর্মসূচি পালন করে হাসপাতাল কতৃপক্ষ। শুক্রবার (৩রা অক্টোবর) মধুখালী সরকারী হাসাপাতালের বিপরীত পাশে এম.এ আজিজ টাওয়ারের নিউ জননী ডিজিটাল ডায়াগনস্টিক এর উপরে ৪র্থ তলায় মধুখালীতে এক আনন্দ মুখর পরিবেশে এই হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে নিউ জননী স্পেশালাইজ্ড হসপিটালের পরিচালক এস.এম মুক্তার হোসেন বলেন, সততার সাথে সেবা দিতে পারলে ব্যাবসায় সফলতা পাওয়া খুব সহজ। দেশের যারা অসহায় মানুষ রয়েছে, তাদের আস্তার ঠিকানা হিসেবে গড়ে তুলতে হবে এই প্রতিষ্ঠানকে। তারা যেন স্বল্প পুঁজি দিয়ে এই হাসপাতালে চিকিৎসা নিতে পারে সে দিকেও খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন, এই হাসপাতালে রোগীদের সেবায় উন্নত মানের যন্ত্রাংশ আনা হয়েছে। যা দারা রোগীরা তাদের সঠিক রোগটি নির্নয় করতে পারবেন। সঠিক চিকিৎসা নিয়ে তারাতারি সুস্থ হতে পারবেন। তবে সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে । অনুষ্ঠানে নিউ জননী স্পেশালাইজ্ড হসপিটালের পরিচালক ইমদাদ হোসেন বলেন, আপনারা দোয়া করবেন আমি যেন সততার সাথে এই হাসপাতালটি জন মানুষের হাসপাতাল হিসেবে গড়তে পারি। উন্নত মানের ডাক্তার দিয়ে হাসপাতালের রোগীদের চিকিৎসা দেওয়া হবে। রোগীদের সেবায় দিনের ২৪ ঘন্টা চিকিৎসক, নার্স নিয়োজিত রয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হসপিটালের পরিচা্লক এস,এম মুক্তার হোসেন, ইমদাদ হোসেন, ফারুক শেখ , মধুখালী হাসাপাতালের আর এম ও ডাঃ কবির সর্দার, টি.এস ও ডাঃ মামুন হাসান, ডাঃ শাহনেওয়াজ রানা, রাজনীতিবিদ ও সমাজ সেবক কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মাহফুজ রহমান , ফরিদপুর জেলা ছাত্রদল সহ—সভাপতি মোঃ সোহেল রানা, মধুখালী পৌর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম সাগর, মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, ছাত্রদল নেতা কাজল আহমেদ, বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুজ্জামান শিমুল, মেছড়দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রোকনুজ্জামান সহ প্রতিষ্ঠানের উধবর্তন কর্মকর্তা ও এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ এবং সাধারণ জনগন। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সবার মাঝে মিস্টি বিতরন করে শুভ উদ্বোধন অনুষ্ঠান শেষ করেন এবং পরিচালকগন সবার দোয়া এবং সহযোগীতা কামনা করেন ও চিকিৎসা ও সেবার কার্যত্রম শুরু করেন।