ফরিদপুর ও মধুখালী প্রতিনিধি :
ইসলামী ছাত্রশিবিরকে ভয়ংকর সংগঠন উল্লেখ করে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক বিএনপির এমপি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, জামায়াত আজ পর্যন্ত ১৯৭১ সালে তাদের অপরাধ কর্মকান্ডের কারণে সরি বলেনি। এমনকি তাদের সভা-সমাবেশে জাতীয় সংগীত গাওয়া হয় না। তার মানে জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতাকে স্বীকার করে না।
আজ রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের মধুখালীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া দুর্গাপূজায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শুভেচ্ছা উপহার বিতরণকালে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেছেন। একইদিন বিকেল সাড়ে ৪টায় তিনি বোয়ালমারীতে ১২২টি পূজামন্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারদীয়া শুভেচ্ছা (আর্থিক সহায়তা) মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের হাতে তুলে দেন।
তিনি বলেন, গোলাম আজম দেশের স্বাধীনতা চায়নি। এমনকি দেশ স্বাধীনের ৭ বছর পর্যন্ত তারা দেশকে স্বীকার করেনি। এই জামায়াত এখন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। আর রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য তারা সব ধরনের বিভিন্ন ফিকির করছে। এ সময় জাময়াত ও শিবির থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
আওয়ামী লীগের সমালোচনা করে খন্দকার নাসির বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে অনেক রামু ও দিনাজপুরসহ দেশের অনেক জায়গায়ই হিন্দুদের বাড়ি ও উপাসনালয়ে হামলা হয়েছিল, হামলাকারীরা আওয়ামী লীগের লোকজন হওয়ায় তাদের বিচার হয়নি। যদি হামলার সাথে বিএনপি জড়িত থাকতো তাহলে শেখ হাসিনা তাদের বিচার করতো।
মধুখালী ৫শ আসন বিশিষ্ট অডিটোরিয়ামে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে শারদীয়া দূর্গা পূজায় বিএনপির শুভেচ্ছা ১৫৭টি পূজা মন্ডপের মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের হাতে তুলে উপহার তুলে দেন খন্দকার নাসিরুল ইসলাম।
মতবিনিময় সভায় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি শিবনাথ ভৌমিকের সভপতিত্বে উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম, সদস্য সচিব কামরুজ্জামান মিন্টু, কামারখালী মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক গুরুপদ বিশ্বাস ও কোড়কদি ইউনিয়নের কলয়কান্দা সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি পূর্ণ বিশ্বাস প্রমুখ।
এছাড়া একইদিন বিকেল সাড়ে ৪টায় তিনি জেলার বোয়ালমারী জজ একাডেমীর চতুর্থ তলায় ১২২টি পূজামন্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারদীয়া শুভেচ্ছা (আর্থিক সহায়তা) মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের হাতে তুলে দেন।