1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

মধুখালীতে হাজী আব্দুর রহমান আব্দুল করিম ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩ Time View

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা ঃ-
ফরিদপুরের মধুখালী উপজেরার নওপাড়া ইউনিয়নে অবস্থিত হাজী আব্দুর রহমান আব্দুল করিম ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক, স্কাইটার্স এপার্টমেন্ট লিমিটেডের কর্ণধর এবং বিদ্যুৎসাহী সদস্য ইঞ্জিনিয়ার জাওয়াদুল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ডা. মাহবুব-আল করিম, হিতৈষী সদস্য মো. আক্তার হোসেন মুন্সী, অভিভাবক সদস্য মো. দাউদ আলী মোল্লা এবং মধুখালী সোনালী ব্যাংকের ম্যানেজার মো. শাহাদাৎ হোসেন। এছাড়া অত্র কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী চাঁদনী আক্তার ও নবীন শিক্ষার্থী সাদিয়া আফরিন বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন ও গীতা পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন কলেজের শিক্ষক-শিক্ষিকারা এবং নবীন শিক্ষার্থীদের রজনী গন্ধার স্টিক দিয়ে বরণ করা হয় কলেজের পক্ষ থেকে।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “কলেজের অতীতের সুনাম অক্ষুণ্ণ রেখে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে এ প্রতিষ্ঠানের মর্যাদা ধরে রাখতে হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category