সহিদুল ইসলাম ঃ
চিকিৎসক সংকট নিয়ে চলছে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র । ভবন আছে, কিন্তু চিকিৎসক নেই। উপজেলার ডুমাইন ইউনিয়নে রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র । তবে নেই চিকিৎসক। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারিভাবে ডুমাইন ইউনিয়নে রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র। কেন্দ্রতে একজন উপ—সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার চিকিৎসক থাকার কথা। কিন্তু স্বাস্থ্যকেন্দে্রই বছরের পর বছর নেই কোনো চিকিৎসক । গ্রামের সাধারণ মানুষকে চিকিৎসার জন্য দৌড়াতে হচ্ছে উপজেলা বা জেলা সদর হাসপাতালে। ডুমাইন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায় প্রায় প্রতিদিনই তালাবদ্ধ, মাঝে মাঝে খোলা থাকলেও এই কেন্দে্র সেবা না পাওয়ার অভিযোগ এলাকাবাসীর। লোকবল সংকটের কথা বলে অধিকাংশ সময় স্বাস্থ্যকেন্দ্রটি তালাবদ্ধ থাকে। প্রতিদিনই রোগী এখানে চিকিৎসা নিতে এসে চিকিৎসা না পেয়ে ফিরে যান। স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক না থাকায় একাই দায়িত্ব পালন করছেন বলে জানান ডুমাইন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের দায়িত্বরত পরিবার পরিকল্পনা পরিদর্শিকা বিউটি রানী সাহা তাও আবার ঔষধ নাই । ডুমাইন পরিবার পরিকল্পনা বিভাগ সূত্রে জানা যায়, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলোর জন্য উপ—সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট , পিয়ন , আয়া, নিরাপত্তা সহ ৫টি পদ রয়েছে। এ পদগুলোতে কোন লোক নাই । শুধু পরিবার পরিকল্পনা পরিদর্শিকা কর্মরত আছেন। বাকি পদগুলো খালি আছে। জনবল সংকটে মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছে না। মধুখালী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজ হোসেন জানান, উপজেলায় চিকিৎসক সংকট রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ।