মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ* জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি আনন্দ র্যালি বের হয়।
র্যালিটি ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে মধুখালী বাজার চৌরাস্তা ঘুরে পুনরায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মিহির কুমার বাবলু, সদস্য শাহাবুদ্দিন আহমেদ সতেজ, হায়দার আলী মোল্লা ও আব্দুল আলিম মানিক।
এছাড়াও বক্তব্য রাখেন মধুখালী পৌর বিএনপি’র আহ্বায়ক শরিফুল ইসলাম ফকির, সদস্য সচিব কামরুজ্জামান মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মোক্তার হোসেন, সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান মুন্নু, সদস্য সচিব মোঃ তানভীর আহমেদ শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আকরাম হোসেন খান, সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক ও সদস্য সচিব মোঃ সাদ্দাম আরেফিন। এসময় এ সময় উপস্থিত ছিলেন জেলা কি সব দলের আলী মনসুর দাউদ সহ উপজেলা বিএনপি বঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা স্বৈরাচার সরকারের আমলে বিএনপি’র দুর্দিনের ইতিহাস তুলে ধরে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।