1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” শ্লোগানে মধুখালীতে পুষ্টি সপ্তাহের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১০০ Time View

মধুখালী(ফরিদপুর) সংবাদদাতা :
“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন”—এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে পুষ্টি সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেলের সভাপতিত্বে পুষ্টি সপ্তাহের উদ্বোধনী দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান। এছাড়া আরও উপস্থিত ছিলেন আরএমও ডা. কবির সরদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয় সেন শুভ্র, মেডিকেল অফিসার ডা. মনির হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলকা রানীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সেবিকা, শিক্ষক, সাংবাদিক ও অন্যান্য কর্মকর্তা—কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পুষ্টিকর খাদ্যের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং প্রতিটি স্তরের মানুষকে পুষ্টি বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে। পুষ্টি নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।
সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামীণ পর্যায়ে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category